Posted by : Admin Friday 6 December 2019

Android ফোনে Battery তে Charge দীর্ঘস্থায়ী করুন Android Phone এ Battery তে Charge এর সমস্যা তে পরে নাই এমন বাবহারকারির সংখ্যা খুব কম। দামী মোবাইল থেকে শুরু করে কমদামী প্রায় সব মোবাইলে এই সমস্যা খুব বিরক্তিকর। তাই বাদ্ধ হয়ে অনেকেই ২ টি battery use করে থাকেন। আজ সেই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি দিতে কম্পিউটার এর সামনে বসে পরলাম। আশা করি সবাই উপকার পাবেন। আমি Symphony W35 mobile use করি। আমার মোবাইলে ঠিকমত Charge থাকত না। প্রতিদিন ২ বার করে ফোনে charge দিতে হতো। কিন্তু এখন আমি সহ আমার অনেক Friend উপকার পেয়েছে বলেই আপনাদের জন্য আমার আজকের এই উপহার । প্রথমে বলব একটি Battery Sever এর কথা যার নাম : Du Battery Saver . যা আপনি http://www.voga360.com/000/255/549/com.dianxinos.dxbs.html এই ঠিকানা থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে Install করুন তারপর Open করে Optimize Button এ Click করুন। ব্যাস হয়ে গেলো। আর মাঝে মাঝে Optimize এ ক্লিক করতে হবে। দিনে অন্তত ৩ বার এর বেশী । এরপর যে Apps এর কথা বলব সেটা আপনার Battery আরও মজবুত করবে। এর কাজ হল অপ্রয়জনিও Apps গুলো Stop করে রাখবে। Android Phone এ অনেক সময় কোন কাজ ছাড়াই বিভিন্ন Apps , Hidden অবস্তায় Run থাকে। এই Apps টি Hidden অবস্তায় থাকা Apps গুলকে থামিয়ে দেবে যার ফলে আপনার Battery হবে দিরঘস্থায়ী । তাহলে আর দেরি না করে নামিয়ে ফেলুন নিচের ঠিকানা থেকে। Apps টির নাম Juice Defender. Download করুন নিচের ঠিকানা থেকে আর আপনার Battery কে করুন শক্তিশালী । http://www.voga360.com/000/016/143/com.latedroid.juicedefender.html এখানে Status এ গিয়ে enable করলেই হয়ে যাবে। তাছারা আরও কিছু Profile আছে যা থেকে আপনি aggressive, extreme, customize, advance etc select করতে পারবেন। তবে balanced এ যা আছে সেটাই আপনার জন্য ভালো। তাহলে আজ এখানেই শেষ । আবার কোন নতুন Apps নিয়ে আসবো খুব তারাতারি । ভালো থাকবেন সবাই।

Best WordPress hosting services 2020 in the table below. Logo Plan  Price/ month Features Support View Full Review Basic $2.95/mo. 1...

- Copyright © Download PC Software, Games and Mobile Apps - PcToolsWorld.Com - Blogger Templates - Powered by Blogger - Designed by Johanes Djogan -